‘ইউরোপের সঙ্গে বিশেষজ্ঞ ও প্রাতিষ্ঠানিক সংযোগের এখনই সময়’

চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃস্থানীয় ভূমিকা পালনের লক্ষ্যপূরণে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বিশেষজ্ঞ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংযোগ স্থাপনের এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।
চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আজ (রোববার) দূতাবাস কর্তৃক আয়োজিত এক ওয়েবিনারে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এ কথা বলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় দূতাবাসের মাধ্যমে কয়েকটি সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বেলজিয়ামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এ ওয়েবিনারে রাজধানী ব্রাসেলস ও এন্টওয়ের্প শহরে কর্মরত বাংলাদেশি কমিউনিটির আইসিটি ও প্রযুক্তি খাতে কর্মরত তরুণ পেশাজীবীরা এতে অংশ নেন।
আলোচকরা বেলজিয়াম ও লুক্সেমবার্গসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত অভিবাসী আইসিটি পেশাজীবীদের নিয়ে একটি সমন্বিত ডেটাবেজ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেন। একইসঙ্গে তারা ইউরোপীয় আইসিটি খাত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাথে বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী বিনিময়, ইন্টার্নশিপসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন।
আলোচকবৃন্দ ইউরোপভিত্তিক অভিবাসী পেশাজীবীদের সম্পৃক্ত করে দেশীয় বিশ্ববিদ্যালয় ও আগ্রহী ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মেন্টরশিপ কর্মসূচী চালুর বিষয়ে সুপারিশ করেন।
এছাড়াও ইউরোপের বাজারে আইসিটি প্রশিক্ষিত জনবলের চাকরির সুবিধা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের আইসিটি কারিকুলামে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা ইত্যাদি বিষয়ের আধুনিকতম উদ্ভাবনগুলো সিলেবাসভুক্ত করার ব্যাপারে গুরুত্বরোপ করেন। পাশাপাশি প্রযুক্তি খাতের চাকরির সুযোগ সম্পর্কে তথ্য সহজলভ্য করা এবং ইংরেজি ছাড়াও ফরাসি, জার্মানসহ বিভিন্ন ভাষায় দক্ষতা তৈরির বিষয়ে মতামত দেন।
বক্তাদের সুপারিশের আলোকে রাষ্ট্রদূত সালেহ নিয়মিত এ ধরনের প্লাটফর্মে যুক্ত হয়ে সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেন।
ওয়েবিনারে অংশ নিয়ে আইসিটি বিভাগের অতিরিক্তি সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রগতির একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন। এসময় তিনি সরকারের চতুর্থ শিল্প বিল্পব কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য প্রবাসী পেশাজীবীদের আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য, বিনিয়োগ, ফ্রন্টিয়ার্স টেকনোলোজি ও আইসিটি অনুবিভাগের মহাপরিচালক মো. নাজমুল হুদা অর্থনৈতিক কূটনীতির ধারায় আইসিটি খাতের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে বাংলাদেশী দূতাবাসগুলোকে প্রয়োজনীয় সুপারিশ ও পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য প্রবাসী পেশাজীবীদের প্রতি অনুরোধ করেন।
ওয়েবিনারে বক্তারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর রূপকার প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং সরকারের ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এনআই/এনএফ