সম্ভব হলে অফিস-আদালতের কাজ বাড়িতে করার পরামর্শ

করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার এখনো স্বস্তিদায়ক অবস্থায় না আসায় সম্ভব হলে সবাইকে বাড়িতে বসে অফিস-আদালতের কাজ করার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
শুক্রবার (১৪ আগস্ট) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
করোনার সংক্রমণ এবং মৃত্যুর হারের কিছুটা উন্নতি হলেও কোনোটাই এখনো স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। তাই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও সুপারিশ করেছে কারিগরি পরামর্শক কমিটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যুনতম সভা/সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, পর্যটন/বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ইত্যাদি আরও কিছুদিন বন্ধ রাখা, রেস্টুরেন্ট/ক্যাফেটেরিয়াতে বসে খাওয়ার ব্যবস্থা না রেখে কেবলমাত্র বিক্রির অনুমতি দেওয়া, সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল, সম্ভব হলে বাড়িতে বসে কাজ করা ও অনলাইন সভা/কর্মশালা/প্রশিক্ষণের ব্যবস্থা রেখে অফিস খোলা রাখা।

শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণের উপর জোর দেয় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সম্প্রতি শেষ হওয়া ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে এক সপ্তাহে ৫০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়ায় স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানায় কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মহল থেকে টিকা ক্যাম্পেইনের বিষয়ে বিভিন্ন মতামত দেওয়ায় জনমনে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কমিটি মনে করে টিকা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা এ বিষয়ে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বললে এমন পরিস্থিতি সৃষ্টি হবে না।
কমিটি গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের টিকা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায়। গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের টিকার ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ করতে পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে টিকা কেন্দ্র নির্দিষ্ট করা যেতে পারে।
এসএইচআর/এমএইচএস