৯৯৯ এ প্রতিবেশীর ফোন, নির্যাতনের শিকার নারী উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে নির্যাতন করছিলেন তার স্বামী। নির্যাতন শুনে তাদের এক প্রতিবেশী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। কল পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর থেকে এক ব্যক্তি কল করেন। তার পাশের বাড়িতে এক নারীকে (৩০) তার স্বামী পিটিয়ে রক্তাক্ত করেছে বলে তিনি জানান। ওই নারী মাটিতে পড়ে আছেন, বেঁচে আছেন কিনা মরে গেছেন তা তিনি বুঝতে পারছেন না।
কলার দ্রুত আইনি সহায়তার অনুরোধ জানালে বেগমগঞ্জ থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। বেগমগঞ্জ থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে।
পরে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত স্বামী অটোরিকশাচালক আব্দুর রহমান রায়হানকে (২৫) আটক করে পুলিশ।
পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, পারিবারিক কলহের জেরে আব্দুর রহমান রায়হান তার স্ত্রীকে নির্যাতন করেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসি/এসআরএস