চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ১২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পাহাড় কাটার দায় দুই ব্যক্তিকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া পরিবেশের ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনা করায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) এ জরিমানা করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা মোতাবেক এসব জরিমানা করা হয়েছে। তারা পরিবেশগত ছাড়পত্রবিহীন ও পরিবেশ অধিদফতরের অনুমোদনবিহীন পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে আসছিলেন।
তিনি আরও বলেন, বায়েজিদ থানার চন্দ্রনগর কাঁঠালবাগান এলাকায় পাহাড় কাটার দায়ে মো. বাহার উদ্দিনকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বায়েজিদ থানার চৌধুরীনগর এলাকায় পাহাড় কাটার দায়ে মো. সামশুদ্দীনকেও ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী এলাকায় পরিবেশগত ছাড়পত্র না থাকায় সাবান ফ্যাক্টরির মালিক মুহাম্মদ দস্তগীর আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আগামী সাত দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
কেএম/এসকেডি