দেশে এখনো মজুত প্রায় এক কোটি ডোজ টিকা

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখন পর্যন্ত ২১ দফায় ৪ ধরনের (অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম, ফাইজার) সর্বমোট ৩ কোটি ১১ লাখ ১১ হাজার ৬২০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। মোট টিকা আসা এবং প্রয়োগের হিসেবে এখনও সরকারের হাতে মজুত আছে ৯৭ লাখ ৮০ হাজার ৮৭৭ (প্রায় এক কোটি) ডোজ টিকা।
মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া তথ্য, দেশে আসা মোট টিকা এবং টিকা প্রয়োগের তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে জানা গেছে।
অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত দেশের মানুষকে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট টিকা প্রয়োগ করা হয়েছে ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা (কোভিশিল্ড) প্রয়োগ হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার ৪৮২ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৭৮ লাখ ১৩ হাজার ৮২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯০ হাজার ৪৬৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ।
দেশে প্রথমবারের মতো ভারত সরকারের উপহার হিসেবে টিকা আসে গত ২১ জানুয়ারি। সর্বশেষ কোভ্যাক্সের আওতায় চীন থেকে টিকা এসেছে গত ১৪ আগস্ট। সবমিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩ কোটি ১১ লাখ ১১ হাজার ৬২০ ডোজ টিকা দেশে এসেছে।
অ্যাস্ট্রাজেনেকার টিকা : কখন, কী পরিমাণ এসেছে
দেশে এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে মোট ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ডোজ। এর মধ্যে প্রথম ধাপেই ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি এসেছে ২০ লাখ ডোজ। এরপর সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ জানুয়ারি কেনা টিকা এসেছে ৫০ লাখ ডোজ। আবার ২৩ ফেব্রুয়ারি সেরাম থেকে এসেছে আরও ২০ লাখ ডোজ। পরে আবার ভারত সরকার ২৬ মার্চ উপহার দিয়েছে ১২ লাখ ডোজ এবং ৭ এপ্রিল দেশটির সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে উপহার এসেছে আরও ১ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা। এরপর জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে প্রথমবার ২ লাখ ৪৫ হাজার (২৪ জুলাই), দ্বিতীয়বার ৭ লাখ ৮১ হাজার (১ আগস্ট), তৃতীয়বার ৬ লাখ ১৭ হাজার (৩ আগস্ট) করে মোট ১৬ লাখ ৪৩ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসেছে।

মডার্নার টিকা : কখন, কী পরিমাণ এসেছে
দেশে এখন পর্যন্ত মডার্নার টিকা এসেছে ৫৫ লাখ ডোজ। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে আসে (১ জুলাই) ২৫ লাখ ডোজ টিকা, এরপর গত ১৯ জুলাই কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আসে আরও ৩০ লাখ ডোজ টিকা।
ফাইজারের টিকা : কখন, কী পরিমাণ এসেছে
গত ১ জুন কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এসেছে।

সিনোফার্মের টিকা : কখন, কী পরিমাণ এসেছে
চীন সরকারের উপহার ও সিনোফার্মের সঙ্গে চুক্তি মিলিয়ে চীন থেকে এখন পর্যন্ত এসেছে ১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ডোজ টিকা। এরমধ্যে প্রথম ধাপে গত ১২ এপ্রিল চীন সরকারের উপহার হিসেবে ৫ লাখ ডোজ এবং পরে ১৩ জুন ৬ লাখ ডোজ টিকা দেশে আসে। এরপর ২ জুলাই ও ১৭ জুলাই যথাক্রমে সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ করে মোট ৪০ লাখ ডোজ টিকা আসে। পরে ২৯ জুলাই আবার কেনা ৩০ লাখ ডোজ টিকা আসে। গত ১০ জুলাই এবং ১১ জুলাই আবারও যথাক্রমে ১৭ লাখ ও ১৭ লাখ ৭ হাজার ডোজ টিকা উপহার পাঠায় চীন। এরপর আবার কোভ্যাক্সের আওতায় গত ১৩ আগস্ট এবং ১৪ আগস্ট ১০ লাখ করে মোট ২০ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন।
দেশে কোন টিকা কত প্রয়োগ
গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৭ হাজার ৩২৫ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ২৭২ জন ও ৬৯ হাজার ৫৩ জন নারী। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়াল ৭২ লাখ ৭৮ হাজার ৭৩৩ জনে।
সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪৬ হাজার ২১৩ জন। তাদের মধ্যে পুরুষ ৮৬ হাজার ৬৬ জন ও নারী ৬০ হাজার ১৪৭ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন পাঁচ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন।

সোমবার মডার্নার প্রথম ডোজের টিকা নেন ২৭ হাজার ৫২৮ জন। তাদের মধ্যে পুরুষ ১৫ হাজার ২৫২ জন ও নারী ১২ হাজার ২৭৬ জন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের মোট টিকা গ্রহীতার সংখ্যা ২৪ লাখ ৮৫ হাজার ৬৮৮ জন। একই সময়ে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৮ হাজার ৭১৩ জন। তাদের মধ্যে পুরুষ ৩০ হাজার ৩৫২ জন ও নারী ১৮ হাজার ৩৬১ জন। এ নিয়ে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়াল ৯৩ হাজার ৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ফাইজারের কোনো টিকা দেওয়া হয়নি। এ পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহীতা ৫০ হাজার ২৫৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ১৬৯ জন। এদের মধ্যে পুরুষ ৮৯০ জন ও নারী ২৭৯ জন। এ নিয়ে ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪০ হাজার ২১৩ জন।
২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৭ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১০ জন। ১৬ আগস্ট পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২১ হাজার ৮০৭ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৯ হাজার ৮৪০ জন। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৫৫২ জন ও নারী ৩১ হাজার ২৮৮ জন। এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়াল ৫০ লাখ ২৬ হাজার ৬৭৫ জন।
টিআই/জেডএস