মেট্রোরেলের আরও দুই সেট ট্রেন ঢাকায় আসছে আগামীকাল

মেট্রোরেলের তৃতীয় এবং চতুর্থ মেট্রো ট্রেন সেট দুটি আগামীকাল বুধবার বিকেলে উত্তরায় ডিপো সংলগ্ন তুরাগ নদীর তীরে স্থাপিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছাবে।
ঢাকা এবং তার আশপাশের এলাকায় মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের সমন্বয়কারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ঢাকা পোস্টকে বলেন, মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ ট্রেন সেট প্রকল্প এলাকায় এসে পৌঁছাবে আগামীকাল বুধবার বিকেলে। এসব ট্রেন সেট তুরাগ নদী হয়ে প্রকল্প এলাকায় পৌঁছাবে।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে দুই সেট ট্রেন মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু এলাকায় অবস্থান করছিল। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো ধরনের বিপত্তি না ঘটলে আগামীকাল বুধবার বিকেলের মধ্যে ট্রেন সেট দুটি মেট্রোরেল প্রকল্প এলাকায় এসে পৌঁছাবে।
ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা পোস্টকে জানান, বুধবার ট্রেন সেটগুলো ঢাকায় পৌঁছানোর পর বৃহস্পতিবার জেটি থেকে উত্তরার ডিএমটিসিএল ডিপোতে নিয়ে আসা শুরু হবে। এই ট্রেন সেট দুটি গত ২২ জুন জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে জাহাজযোগে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। এরপর গত ২০ জুলাই বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দরে পৌঁছে ট্রেন সেট দুটি। মোংলা সমুদ্র বন্দর থেকে গত ১২ আগস্ট ৪টি বার্জযোগে মেট্রো ট্রেন সেট দুটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এগুলো বিভিন্ন নদীপথ অতিক্রম করে শেষ পর্যন্ত তুরাগ নদী হয়ে প্রকল্প এলাকার কাছে জেটিতে পৌঁছাবে।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে। ডিএমটিসিএলের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রকল্পের কাজ এগিয়েছে প্রায় ৭০ শতাংশ ।
পিএসডি/এসকেডি