শৈত্যপ্রবাহ চলবে আরও কিছু দিন

দেশের উত্তরাঞ্চল দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত জেঁকে বসেছে। কিছু এলাকায় শীতের তীব্রতা বেশি। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরও কিছুদিন।
শুক্রবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, উত্তরাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সবখানেই শীতের তীব্রতা এখন অনেক বেশি। এসব অঞ্চল দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকবে।
তিনি জানান, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, তেঁতুলিয়া, রাজারহাট, ডিমলা, চুয়াডাঙ্গা, কুমারখালী, বরিশাল এলাকা দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকবে। আরও দুই-তিন দিন শৈত্যপ্রবাহটি বয়ে যেতে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা থাকবে ১৬ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘন্টায় (সন্ধ্যা ৬ টা পর্যন্ত) ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি.।আর বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৯ শতাংশ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী ও ফাঁকা মাঠে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া বাকি স্থানে মাঝারি ধরনের কুয়াশ পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/এসআরএস