দেবরের মারা ছুরি পেটে নিয়ে ঢামেকে ভাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক কলহে ভাবি তামান্নাকে (২৪) ছুরিকাঘাত করেছেন দেবর শাওন। সোমবার বিকেল তিনটায় জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তামান্নাকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত তামান্না ঢাকা পোস্টকে বলেন, জমিজমা নিয়ে কথা কাটাকাটি হয় আমার দেবর শাওনের সঙ্গে। এরপর সে আমার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তামান্নার স্বামী আরিফ বলেন, ‘আমি বাসায় ছিলাম না। খবর পেয়ে তাকে পেটে ছুরি ঢোকানো অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার অবস্থা ভালো নয়। কয়েক ব্যাগ রক্ত লাগবে। ডাক্তার বলেছেন, তার অপারেশন করতে হবে।’
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ঢাকা পোস্টকে বলেন, তার পেটের গভীরে ছুরি ঢুকে আছে। অপারেশন ছাড়া ছুরি বের করা যাবে না। রোগীর স্বজনদের রক্তের ব্যবস্থা করতে বলেছি। তাকে আমরা জরুরি বিভাগে রেখেছি। রক্তের ব্যবস্থা হলে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। তিনি শঙ্কামুক্ত নন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
এসএএ/আরএইচ/জেএস