পুলিশের ভুলে নিরপরাধ রুবেলের একদিনের কারাবাস

নামের মিল থাকায় চট্টগ্রামের হাটহাজারীর মো. রুবেল নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। একদিন কারাভোগের পর মঙ্গলবার (২৪ আগস্ট) আবেদন করলে চট্টগ্রাম পারিবারিক আদালতের বিচারক নিশাত সুলতানা রুবেলের জামিনের মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিরপরাধ রুবেল।
রুবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, আছমিদা আক্তার নামে একজন তার স্বামী মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে আদালতে দেনমোহরের জন্য মামলা দায়ের করেন। ওই ঘটনায় রুবেলের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু মামলার বাদী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাকে গ্রেফতার না করে নামের মিল থাকায় রুবেল নামের আরেকজনকে গ্রেফতার করে। কিন্তু দুজনের নামের মিল থাকলেও ঠিকানা ভিন্ন। এছাড়া দুইজনের পিতার নামের মিল থাকলেও মায়ের নামের ভিন্নতা রয়েছে। দুজনের পরিচয়পত্রও আদালতে উপস্থাপন করা হয়। এছাড়া মামলার বাদীও গ্রেফতারকৃত রুবেল প্রকৃত আসামি নয় বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, এরপর আমরা মঙ্গলবার চট্টগ্রামের পারিবারিক আদালতে নিরপরাধ রুবেলের জামিন চাই। বিচারক নিশাত সুলতানা রুবেলের জামিন মঞ্জুর করেন। পরে আদেশটি কারাগারে পাঠানো হলে সন্ধ্যায় রুবেল কারাগার থেকে মুক্তি পান।
আব্দুল্লাহ আল মামুন বলেন, রুবেল পেশায় একজন কৃষক। পুলিশের গাফিলতির কারণে রুবেলকে এক দিন কারাগারে থাকতে হয়েছে। আমরা দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করছি।
এ বিষয়ে হাটহাজারী থানার এএসআই আমির উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নামের মিল দেখেই গ্রেফতার করেছি।
আদালতে প্রমাণ হয়েছে আপনারা ভুল আসামি ধরেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহলে তো বলতে পারছি না।
গ্রেফতারের পর আসামি নিজে দাবি করেছেন যে তিনি প্রকৃত আসামি নয় এরপরও কেন তাকে গ্রেফতার করলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামি আমাদের কাছে এমন কোনো দাবি করেননি।
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারীর দেওয়ান নগর এলাকার আছমিদা আক্তার তার স্বামী মুহাম্মদ রুবেলের বিরুদ্ধে দেনমোহরের টাকার জন্য পারিবারিক আদালতে মামলা করেন। ওই রুবেলের বাবার নাম নুরুল আলম আর মায়ের নাম লায়লা বেগম। আদালত পরে রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই পরোয়ানায় হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির উদ্দিন পশ্চিম দেওয়ান নগরের সন্দীপপাড়ার নুরুল আলমের ছেলে মো. রুবেলকে গত রোববার রাতে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরদিন সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে রুবেলের স্বজনেরা তার মুক্তির জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। তবে গ্রেফতার রুবেলের মায়ের নামের ভিন্নতা রয়েছে। রুবেলের মায়ের নাম ছদুরা খাতুন।
কেএম/ওএফ