ব্যাগে ও বাসের সিটে মিললো ২৬ হাজার পিস ইয়াবা

কক্সবাজার থেকে আনা ২৬ হাজার পিস ইয়াবাসহ আব্দুল কাদের ওরফে শাহিন (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান- গোয়েন্দা পুলিশ সংবাদ পায় যে, মিনিবাসে করে কক্সবাজার থেকে মাদকের একটি চালান ঢাকায় আসছে। তথ্যের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম রমনা থানার নিউ ইস্কাটন এলাকায় সন্দেহভাজন একটি মিনিবাস আটক করে।
এ সময় দৌড়ে পালানোর সময় ইয়াবা ব্যবসায়ী শাহীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহীনের পিঠে ঝুলানো একটি ব্যাগে ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে জব্দ করা মিনিবাসটি খুঁজে আরো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শামসুল আরেফীন বলেন, গ্রেফতার শাহীন দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এমএইচএস