তেজগাঁওয়ে এলপিজি বিস্ফোরণ, দগ্ধ ৮

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ওয়ার্কশপে গাড়ির এলপিজি পরিবর্তনের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, এখন পর্যন্ত ৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এলপিজি ভার্সন ওয়ারকশপ নামের গ্যারেজে একটি প্রাইভেট কারের এলপিজি পরিবর্তনের সময় গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গাড়ির চালক, মেকানিকসহ গ্যারেজে কর্মরত আটজন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এমএসি/এমএইচএস