নগই পরিচালককে স্বপদে বহাল রাখার আহ্বান আইইবির

ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের (নগই) পরিচালক এবং একই জেলার আইইবি কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান ড. প্রকৌশলী মো. লুৎফর রহমানকে স্বপদে বহাল রাখার আহ্বান জানিয়েছে প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।
শনিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ড. প্রকৌশলী মো. লুৎফর রহমান নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে সফলভাবে ২৭ বছর চাকরি করলেও বর্তমান প্রশাসন থেকে হয়রানিমূলক বেনামি পত্রের অভিযোগের তদন্তে এক বছর পূর্বে নির্দোষ প্রমাণিত হলেও নগই প্রবিধানমালা ২০১৯ এর ধারা-৫৪,৫৫ অনুসরণ না করে বেআইনিভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
মো. শাহাদাৎ হোসেন বলেন, তার বিভাগীয় মামলাগুলো হাইকোর্টে বিচারাধীন (মামলা নং-৫৮৩৬/২০১৯) অবস্থায় তাকে চাকরি থেকে কোনো সুবিধা প্রদান না করে সম্পূর্ণ বেআইনিভাবে চাকরিচ্যুতি করার উদ্যোগ নেয়া হয়।
তিনি আরও বলেন, নগই প্রশাসন থেকে বিগত ১০ মাস ধরে সাময়িক বরখাস্তকালীন কোনো ধরনের ভাতা প্রদান না করায় তিনি মানবেতর জীবনযাপন করছেন। এমতাবস্থায় তাকে চাকরিতে পুনর্বহাল করার জন্য আইইবি সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। অন্যথায় আইইবি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
এএসএস/এফআর