বিভাগীয় শহরে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ শুরু ১ এপ্রিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’। প্রতিযোগিতাটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলোয়াড়, টিম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ প্রায় সাড়ে ৮ হাজার জন এতে অংশগ্রহণ করবেন।
শনিবার (১৬ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি ও সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সভায় আগামী ১০ থেকে ১৯ সেপ্টেম্বর তুরস্কের কেনিয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে অ্যাথলেটিকস্, আর্চারি, বাস্কেটবল ৩x৩, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, কারাতে, সুইমিং, তায়কোয়ানডো, ভারোত্তোলন, ভলিবল ও কুস্তি ডিসিপ্লিনে বাংলাদেশ দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।
এছাড়াও সিদ্ধান্ত হয়েছে- ২০২২ সালের ১০ থেকে ২২ সেপ্টেম্বর চীনের হ্যাংজু শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসে সুইমিং, আর্চারি, অ্যাথলেটিকস্, বাস্কেটবল ৩x৩ ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, হকি, কাবাডি, কারাতে, ব্রীজ, রোলার স্কেটিং, শ্যূটিং, তায়কোয়ানডো ও ভারোত্তোলন ডিসিপ্লিনে বাংলাদেশ দলের অংশগ্রহণেরও।
এনএম/এমএইচএস