সংসদ ভবনের সামনে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ ভবনের ১নং গেটের সামনে প্রাইভেটকারের ধাক্কায় আব্বাস (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সোয়া ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
আব্বাসকে উদ্ধার করে নিয়ে আসা হাসান ঢাকা পোস্টকে বলেন, সংসদ ভবনের ১ নম্বর গেটের সামনে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন আব্বাস। ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি পালিয়ে যায়। পরে আমি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আব্বাস জানিয়েছিলেন তার বাড়ি ভোলা জেলায়।
মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।
এসএএ/এইচকে