সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিতে ‘বুক গ্যারেজ’

বইয়ের পাতা পুরনো হলেও, বই কখনো পুরনো হয় না- এমন ধারণা ছড়িয়ে দিতে শুরু হলো গ্রো ইয়োর রিডারের ‘বুক গ্যারেজ’ প্রজেক্ট। মানুষের দেওয়া পুরনো বই সংগ্রহ করে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দিতেই তাদের এ উদ্যোগ।
এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (৬ সেপ্টেম্বর) মানুষের দেওয়া প্রায় এক হাজার বই নিয়ে গ্রো ইয়োর রিডার উত্তরা ও রাজাবাজার তাদের প্রথম বুক গ্যারেজ স্থাপন করেছে। একই দিন প্রজেক্টটির দুটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় উত্তরা ৬ নং সেক্টর এবং পূর্ব রাজাবাজারে, যেখানে নেতৃত্ব দেন কো-অরডিনেটর শাইরা আলম অথৈ ও মাইসা সিদ্দিকা এশা।
উদ্বোধনীতে গ্রো ইউর রিডার গানের আসরের আয়োজন করে। এছাড়া শিশুদের মধ্যে মাস্ক, বই, খাতা, পেন্সিল বিতরণ করা হয়। গ্রো ইউর রিডার উপস্থিত সবাইকে বুক গ্যারেজ সম্পর্কে অবহিত করে এবং শিশুদের বই নিতে আগ্রহী করে। গ্রো ইউর রিডার শিগগিরই টাঙ্গাইলে ও চট্টগ্রামে আরও ১১টি পথলাইব্রেরি স্থাপন করতে যাচ্ছে।
গ্রো ইয়োর রিডারের প্রতিষ্ঠাতা সাদিয়া জাফরিন মনে করেন, এ প্রজেক্টের মাধ্যমে করোনা মহামারির কারণে শিশুদের, বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের শিশুদের লেখাপড়ার যে ক্ষতি হয়েছে তা একটু হলেও কমবে এবং শিশুদের বই পড়ার নিজস্ব আগ্রহ হারিয়ে যাবে না আর্থিক দুর্বলতার কারণে।
গ্রো ইয়োর রিডারের সহ-প্রতিষ্ঠাতা আমিনা আজাদ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন নিজেদের পুরনো, ঘরে পড়ে থাকা বইগুলো গ্রো ইয়োর রিডারের ঠিকানায় পৌঁছে দেয়। যাতে গ্রো ইয়োর রিডার দেশের প্রত্যেকটি প্রান্তে তাদের এ বুক গ্যারেজ স্থাপন করে এটি নিশ্চিত করতে পারে যে বাংলাদেশের কোনো শিশুর মাঝে যেন বইয়ের অভাবে পড়ার প্রতি অনাগ্রহ তৈরি না হয়।
গ্রো ইউর রিডার ২০১৬ সালে যাত্রা শুরু করে। মাঠ পর্যায় ছাড়াও অনলাইনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। তারা করোনাকালে অনলাইন লাইব্রেরির ব্যবস্থা করেছে, যেখানে শিশুরা ঘরে বসেই বই পড়ার সুযোগ পাচ্ছে।
এসএসএইচ
