ফেনসিডিল কেনা-বেচার সময় গ্রেফতার ৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি- তেজগাঁও) বিভাগ। যারা গ্রেফতার হয়েছেন তাদের নাম- মো. পলাশ, মো. করিম ও মো. সাদ্দাম হোসেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর থানার বছিলা তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। গ্রেফতারদের মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এডিসি মো. আনিচ উদ্দীন।
এআর/এইচকে