ভুয়া সমিতি খুলে সরল মানুষের টাকা আত্মসাৎ করত তারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ভুয়া সমিতি খুলে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
চক্রটির বিষয়ে সিআইডি বলেছে, এর সদস্যরা প্রথমে ‘রুপসী বাংলা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতি চালু করে। দ্বিতীয় ধাপে প্রান্তিক জনগোষ্ঠীর নিম্ন আয়ের মানুষজনকে অধিক মুনাফার লোভ দেখিয়ে সদস্য বানায়। তৃতীয় ধাপে এদের মধ্যে কয়েকজনকে কিছু মুনাফাও দেয় চক্রটি। অধিক মুনাফার লোভ দেখিয়ে নিম্ন আয়ের সহজ সরল মানুষেরা সমিতিতে টাকা দিতে থাকেন। সর্বশেষ চক্রের সদস্যরা অসহায় মানুষদের দেওয়া টাকা নিয়ে পালিয়ে যান। এভাবেই চক্রটির সদস্যরা কোটি টাকা হাতিয়ে নেয় ভুয়া সমিতি খুলে।
গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল ইসলাম (৩৩) ও মো.শাহ আজীজুর রহমান (৩১)।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সিআইডির সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের এই বিশেষ ইউনিটের অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
তিনি বলেন, ‘এই চক্রটির সদস্যরা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের মিথ্যা আশ্বাস ও লোভ দেখিয়ে তাদের এই ভুয়া সমিতিতে নিয়ে আসেন। পরে তাদের বেশি লাভ (মুনাফা) দেবেন বলে তাদের কাছ থেকে মাসিক কিস্তি নিত। তাদের বিশ্বাস জোগাতে চক্রটির সদস্যরা এদের মধ্যে কয়েকজনকে কিছু মুনাফাও দেয়।’
সিআইডির এ কর্মকর্তা বলেন, ‘পরে মানুষের আস্থা তাদের ওপর বেড়ে গেলে তারা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। একসঙ্গে মোটা অঙ্ক জমে গেলে তা নিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা। আমাদের কাছে থাকা তথ্য মতে, চক্রটির সদস্যরা এখন পর্যন্ত অসহায় মানুষদের আত্মসাৎ করেছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এমএসি/এফআর