আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে পড়ে আলী আকবর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ষোলশহরমুখী লুপ থেকে তিনি নিচে পড়ে যান। আলী আকবর নগরীর বাকলিয়া থানার বলিরহাট এলাকার বাসিন্দা।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ষোলশহর এলাকায় আলী আকবর নামে ওই ব্যক্তি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান। এ সময় পুলিশের সহায়তায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আলী আকবর মারা যান।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, আলী আকবর ফ্লাইওভার থেকে নিচে লাফ দেন। তবে লাফ দেওয়ার কারণ এখনও জানা যায়নি। আলী আকবর একটি মোটরসাইকেল আরোহীর ওপর পড়েছিলেন। ওই আরোহী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এমএইচএস