ছোট ব্যবসায়ীদের ধরা হলেও রাঘব বোয়ালরা পার পেয়ে যায়: জাপা এমপি

দেশ থেকে শত শত কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে যায়। কিন্তু ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলতে নানা কৈফিয়ত দিতে হয়। ছোট ছোট ব্যবসায়ীদের ধরা হয় কিন্তু রাঘব বোয়ালরা পার পেয়ে যায় বলে দাবি করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এমন দাবি করেছেন।
গোলাম কিবরিয়া টিপু বলেন, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু লোক বিরোধী দলের সঙ্গে গোপনে আঁতাত করে। আবার তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথা বলেন। এদের চিহ্নিত করতে হবে।
এ সময় দেশের ভৌগলিক অবস্থা বিবেচনা করে অত্যাধুনিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব করেন এই সংসদ সদস্য।
আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন বলেন, জিয়াউর রহমান বলেছিলেন ‘মানি ইজ নো প্রব্লেম’। কিন্তু জিয়া পরিবারের জন্য শেষ পর্যন্ত মানি ইজ প্রব্লেম হয়ে দাঁড়িয়েছে। কারণ অর্থলোভী জিয়া পরিবারের লোভে বিএনপি এখন পুড়ে মরছে।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও যে দেশে স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ থাকে, যে দেশের বড় রাজনৈতিক দল স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সহযোগিতা করে সেই দেশকে এগিয়ে নেওয়া সহজ নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সম্ভব করেছেন। সারা দেশের মানুষের কাছে আজ শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে গেছে, ভালোবাসা পৌঁছে গেছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দৃঢ় গণতন্ত্রে পরিণত হচ্ছে। বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু অতীত নন, তিনি আমাদের বর্তমান।
বিএনপির সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, খালেদা জিয়া ভোট চুরি করে বঙ্গবন্ধুর খুনীদের সংসদে বসায়। বিএনপির আমলে দেশ বারবার দুর্নীতিতে চাম্পিয়ন হয়। হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতির রাজত্ব কায়েম করে। তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে। সন্ত্রাসের রাজনীতি কায়েম করে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলো। তার ছেলে ২১ আগস্ট গেনেড হামালার সঙ্গে জড়িত। এই পরিবারের সবাই খুনী।
সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকার বলেন, পৃথিবীর নিপীড়িত শোষিত গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস বঙ্গবন্ধু। বিএনপি এখন পথহারা পথিক। তাদের পথ দেখানোর কেউ নেই। উদ্ভ্রান্তের মতই তাদের ঘুরতে হবে।
সরকার দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন, যারা ইভিএমের বিরোধিতা করে তাদের জ্ঞানের অভাব রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এরকম পদ্ধতি ভোটার বাড়াচ্ছে। সামনে ইভিএম দেশব্যাপী ছড়িয়ে দিয়ে আরও বেশি গ্রহণযোগ্য করা হবে।
উপমন্ত্রী হাবিবুন্নাহার বলেন, রামপাল-মোংলা একসময় নদী-নালা আর খাল-বিলের এলাকা ছিল। এখন যা কিছু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। সবচেয়ে পিছিয়ে থাকা এলাকা এখন অনেক এলাকাকে ছাড়িয়ে গেছে। সুন্দরবন সুরক্ষা প্রকল্প পাশ হয়েছে। সুন্দরবনের জমি অনেকে দখল করে রেখেছে। এখন দখলমুক্ত করার চেষ্টা চলছে।
সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বছরের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসের কর্মসূচি শুরু হয়। এ দিন অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়। পরে সরকার দলীয় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব সংসদে উত্থাপন করেন। সংসদ সদস্য উপধ্যক্ষ আবদুস শহীদ প্রস্তাবটি সমর্থন করেন।
এর আগে সোমবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় দিকে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত হন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তিনি ভাষণ দেন।
শীতকালীন অধিবেশন নামে পরিচিত বছরের প্রথম এ অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। তবে করোনা পরিস্থিতিতে এবারের অধিবেশন যতদূর সম্ভব সংক্ষিপ্ত হবে। অধিবেশন ১২ থেকে ১৪ কার্যদিবস চলতে পারে।
এইউএ/ওএফ