দুপুরে বাসের ধাক্কা, বিকেলে চিকিৎসাধীন রিকশাচালকের মৃত্যু

রাজধানীর শাহবাগ থানাধীন মৎস্য ভবনের সামনে বাসের ধাক্কায় আব্দুল আওয়াল (৬০) নামে এক রিকশাচালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আব্দুল আওয়াল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে পাঁচটায় তিনি মারা যান।
নিহতের ভাতিজা বাবু মিয়া জানান, আমার চাচা একজন রিকশাচালক। চাচা দুর্ঘটনায় আহত হয়েছেন দুপুরে খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে আসি। কিন্তু বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, শাহবাগের মৎস্য ভবনের সামনে মিডলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় চাচা গুরুতর আহত হন। চালক ও গাড়ি শাহবাগ থানায় আটক আছে। বাবু জানান, আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার চরকামালপুর।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি। আব্দুল আওয়ালকে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে পাঠানো হয়। পরে জানলাম তিনি মারা গেছেন। গাড়ির চালক ও গাড়িটি আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/জেডএস