২০২৩’র মধ্যে আকাশে থাকবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ আকাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে বিএসসিএল’র প্রধান কার্যালয়ে কনফারেন্স রুমে স্যাটেলাইটের ধরন নির্ধারণের জন্য পরামর্শ প্রতিষ্ঠান ‘প্রাইস ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরি’র সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ড. শাহজাহান মাহমুদ বলেন, আজ আমরা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিলাম। এটি আরও সাত মাস আগেই নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। এটা (বঙ্গবন্ধু স্যাটেলাইট) এই সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল, কিন্তু এখন এটা আমাদের।
• প্রাইস ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরির সঙ্গে চুক্তি ১ লাখ ৮৫ হাজার ডলারে।
• প্রথম স্যাটালাইট থেকে বছরে আসছে ১ কোটি ২০ লাখ টাকা।
• ২য় স্যাটেলাইটের ২০টি ট্রান্সপন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার হবে।
‘কত টাকা দিয়ে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে’ জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রথমে ২১টি দরখাস্ত পেয়েছিলাম। তার মধ্যে আমরা প্রথম শর্ট লিস্ট করেছিলাম ৭টি প্রতিষ্ঠানকে। এরপর তাদেরকে দাম ঠিক করার কথা বলা হলে আমাদের কাছে ৪টি কোম্পানি যোগাযোগ করে। এর মধ্যে থেকে প্রাইস ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরি ১ লাখ ৮৫ হাজার ডলারে আমাদের সঙ্গে চুক্তি করে। এটিই সবচেয়ে কম দামে ভালো পরামর্শক প্রতিষ্ঠান ছিল।
কী ধরনের স্যাটালাইট হবে এমন প্রশ্নের উত্তরে শাহজাহান মাহমুদ বলেন, এটি নির্ধারণের জন্যই আমরা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছি। তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা আমাদেরকে বিস্তারিত জানাবে।
তিনি বলেন, দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ একটি ‘জিওস্টেশনারি কমিউনিকেশন’ স্যাটেলাইট। তা কেবল যোগাযোগের কাজে লাগছে। দ্বিতীয়টি অনেকটা হাইব্রিড স্যাটেলাইট হতে পারে। স্যাটেলাইটটিকে আবহাওয়া, নজরদারি বা নিরাপত্তাসংক্রান্ত কাজে ব্যবহার করা যেতে পারে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে তিনি বলেন, এখন আমরা প্রথম স্যাটেলাইট থেকে প্রতি বছর ১ কোটি ২০ লাখ টাকা পাচ্ছি। এই টাকা টেলিভিশনগুলো থেকে আসছে। আমাদের প্রথম স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের ২০টি নিজেদের জন্য রেখে বাকি ২০টি বাণিজ্যিক কাজে ব্যবহার করব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন। এ সময় ফ্রান্সের পরামর্শক প্রতিষ্ঠান ‘প্রাইস ওয়াটার হাউজ কুপার্স’র প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন।
এইচএন/এইচকে