উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

উত্তরা পশ্চিম থানার একটি নির্মাণাধীন ভবনের চার তালার ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ২২ নম্বর ভবনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের সহকর্মী রাজিব ঢাকা পোস্টকে জানান, নির্মাণাধীন ওই চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন মোহাম্মদ আলী। অসাবধানতাবশত তিনি নিচে রডের ওপর পরে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ থানা এলাকায়। তিনি স্থানীয় নুর ইসলামের ছেলে। বর্তমানে ওই ভবনেই থাকতেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পশ্চিম থানাকে জানিয়েছি।
এসএএ/এমএইচএস