শ্রম পরিদর্শক আরিফের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক এসএম আরিফুজ্জামান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরিফুজ্জামান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, এস এম আরিফুজ্জামান একজন নিষ্ঠাবান এবং দক্ষ কর্মকর্তা ছিলেন। অত্যন্ত মিশুক, অমায়িক, মেধাবী এই কর্মকর্তার মৃত্যু কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের জন্য একটি বড় ক্ষতি।
শ্রম প্রতিমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরিফের মৃত্যুতে শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহসানে এলাহী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদও গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে আরিফ স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন। তিনি তথ্য অধিদফতরে তথ্য সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ৩৩তম বিসিএস থেকে শ্রম পরিদর্শক (নন-ক্যাডার) হিসেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে যোগদান করেন। আরিফ শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
এসএইচআর/এমএইচএস