শুভ্রার ঘরে নতুন অতিথি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:২৪ পিএম


চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ শুভ্রার ঘরে এসেছে নতুন অতিথি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ ঢাকা পোস্টকে বলেন, ২৬ আগস্ট চট্টগ্রাম চিড়িয়াখানার নতুন একটি বাঘের ছানার জন্ম হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় থাকা একমাত্র সাদা বাঘের ঘরে প্রথমবারের মতো জন্ম নিয়েছে এ ছানাটি। তবে এখনও তার নাম ঠিক করা হয়নি।

তিনি আরও বলেন, বাচ্চাটি জন্ম নেওয়ার পরপরই আমরা মা থেকে আলাদা করে ফেলি। কারণ অনেক সময় বাঘ বাচ্চাকে দুধ দিতে চায় না। ফলে অনেক সময় বাচ্চা মারা যায়। আমরা বাচ্চাটিকে নিজেরাই খাবার খাওয়াচ্ছি। বাঘ জো বাইডেনকে যেভাবে নিজের হাতে খাইয়েছি, এটিকেও সেভাবে খাওয়ানো হচ্ছে। জো বাইডেনকে খাওয়ানোর অভিজ্ঞতাও আমরা কাজে লাগাচ্ছি।

dhakapost

শাহাদাত হোসেন শুভ বলেন, নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাঘের অধিক মৃত্যুহার চট্টগ্রাম চিড়িয়াখানা কমাতে পারছে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ১০টি বাঘ রয়েছে।

কেএম/এসএসএইচ

Link copied