বাংলাদেশের ফুচকা খেয়ে মুগ্ধ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল বাংলাদেশি ফুচকা খেয়ে মুগ্ধ হয়েছেন। তিনি জানিয়েছেন, ফুচকা তার বেশ পছন্দ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার তার ভেরিফায়েড টুইটারে ফুচকা খাওয়ার ছবি পোস্ট করে মুগ্ধতার কথা জানিয়েছেন। টুইটে জাভেদ প্যাটেল লিখেছেন, বাংলাদেশি সুস্বাদু ফুচকা খেয়ে বেশ ভালো লাগছে। আমি গুগলে ফুচকা বানানোও দেখে নিয়েছি।
ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের ফুচকা খাওয়ার ছবি পোস্ট করে ব্রিটিশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ডেপুটি হাইকমিশনার প্রথম ফুচকা টেস্ট করলেন। ফুচকা তার বেশ পছন্দ হয়েছে।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। অন্যদিকে, পুরান ঢাকার বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।
জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার একটি টুইটে হাঁড়িভর্তি দইয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়াল, কী যে সুস্বাদু!
আরেকটি টুইটে ‘১০ সেকেন্ড পরে’ লিখে খালি হাড়ির ছবি শেয়ার করেছেন ট্র্যোস্টার। অর্থাৎ, তিনি বোঝালেন ১০ সেকেন্ডেই এক হাঁড়ি দই শেষ করেছেন!
অন্যদিকে, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন টুইটে জানান, এক বছর আগে বাংলাদেশে আসার পর আজ প্রথমবারের মতো পুরান ঢাকায় গেলাম। প্রথম বাকরখানির স্বাদ উপভোগ করলাম। আমি আবারও আসব।
এনআই/এইচকে