‘রাজারবাগ পীরের’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত শনিবার (১৮ সেপ্টেম্বর) অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্ট ‘রাজারবাগ পীরের ৬ হাজার একর পাহাড়ের মালিকানার উৎস খোঁজার দাবি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটির বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন কমরের নেহার।
প্রতিবাদে বলা হয়েছে, ‘ঢাকা পোস্ট’ অনলাইন নিউজ পোর্টালে ১৮ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে প্রকাশিত “রাজারবাগ পীরের ৬ হাজার একর পাহাড়ের মালিকানার উৎস খোঁজার দাবি- শীর্ষক সংবাদের শেষ অংশে বিভ্রান্তিকর ও মানহানীকর তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “একরামুল আহসান কাঞ্চন বলেন, কয়েকদিন আগে রাজারবাগের পীর প্রেসক্লাবে আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন। তখন আমার মা হিসেবে একজনকে দেখানো হয়। কিন্তু সেখানে আমার মা ছিলেন না। কারণ, আমার মা অসুস্থ অবস্থায় বাসায়।”- এ অংশটুকু সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মানহানীকর।
গত ১৬ সেপ্টেম্বর, ২০২১ জাতীয় প্রেসক্লাবে আকরাম খা মিলনায়তনে যে প্রেস ব্রিফিং হয়েছে তা ‘আমি করি নাই, রাজারবাগ শরীফের পীর সাহেব করেছেন’ এমন দাবি আমার প্রেস ব্রিফিং ও বক্তব্যকে গুরুত্বহীন ও খাটো করার উদ্দেশ্যেই প্রচার করা হয়েছে। আর ‘সেখানে আমি ছিলাম না, অন্য মহিলা ছিলো’, এ তথ্য আমার জন্য চরম মানহানীকর। আমি ৮৪ বছরের বৃদ্ধা হয়ে আমার ছেলে, মেয়ে, নাতি-নাতনি, ভাগনে-ভাগ্নি নিয়ে প্রেস ব্রিফিং করলাম, আর সেটা অন্য নারী করেছে, এমন জালিয়াতিপূর্ণ তথ্য ছড়ানো সেই কাঞ্চনের পক্ষেই সম্ভব, যে অন্য নারীকে মা বানিয়ে জাল দলিল করতে পারে।
ঐ প্রেস ব্রিফিং আমি আমার পরিবার নিয়েই করেছি, যেখানে আমি কমরের নেহার স্ব-শরীরে উপস্থিত ছিলাম এবং সব সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যেও আমি স্বাক্ষর করেছি। এছাড়া প্রেস রিলিজেও আমার স্বাক্ষর ছিল। তাই কারো যদি সন্দেহ হয়, তবে সে আমার স্বাক্ষর মিলিয়ে দেখুক।
এছাড়া দৈনিক সমকালে ১৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখে পত্রিকায় ৩য় পৃষ্ঠায় প্রকাশিত সংবাদে আমার প্রেস ব্রিফিং নিয়ে মন্তব্য করতে গিয়ে কাঞ্চন নিজেই স্বীকার করে নেয়, আমি প্রেস ব্রিফিং করেছি। তাহলে এখন সে অস্বীকার করছে কেন?
তাছাড়া ঐ প্রেস ব্রিফিংয়ে আমার বড় সন্তান আক্তারী কামাল, আমার একমাত্র কন্যা ফাতেমা আক্তার, আমার ছেলের ঘরের নাতি সৌমিক, মেয়ে ঘরের নাতি আবু বকর সিদ্দিক, ওমর, আমার ভাগিনা শাকেরুল কবির ও ২ ভাগ্নি উপস্থিত ছিল। সবার সঙ্গে আমি স্ব-শরীরে উপস্থিত ছিলাম। কিন্তু কাঞ্চন সেখানে না থেকে অন্য স্থান থেকে একা দাবি করল, আমি ছিলাম না, অন্য মহিলা ছিল, আর সেই তথ্য আপনারা যাচাই না করে, জনসম্মুক্ষে আপনার নিউজ পোর্টালে ছাপিয়ে দিলেন, এটাতো বিরাট দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়!
আর আমি বাসায় নেই, এটা কাঞ্চন কি করে জানবে? আমি তো কাঞ্চনের বাসায় থাকি না। আগে এক সময় আমি তার সাথে থাকতাম, কিন্তু ২০০৯ সালে জমি-জমা নিয়ে বিরোধ শুরু হওয়ার পর তার স্ত্রী আমাকে হত্যার হুমকি দিলে তখন থেকে আমি আর তার সাথে থাকি না। আর যেই ছেলে তার মায়ের বিরুদ্ধে মামলা করতে পারে, সেই ছেলের সাথে এক বাসায় থাকব কীভাবে? সুতরাং ‘আমি বাসায় আছি কি নাই’, এটা তো তার জানা সম্ভবই না।
জেডএস
