ভোট দিতে পেরেছি, বলছেন ভোটার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। তবে এরমধ্যে চারটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি আটটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ঢাকা পোস্টকে বলেন, সন্দ্বীপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে এখন পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) বড় ধরনের কোনো সমস্যা হয়নি। কিছু স্থানে ছোটখাট ঝামেলা হয়েছিল। ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে এগুলো সামাল দিচ্ছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা বলতে পারি।
১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর ভোটার উপস্থিতি দেখা গেছে। সকালে ভোট দিয়েছেন অপু ইব্রাহিম নামে এক ভোটার। তিনি বলেন, সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরেছি।
মোহাম্মদ সেলিম নামে আরেকজন বলেন, কোনো ধরনের বাধা ছাড়াই নিজের ভোট নিজে দিতে পেরেছি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২টি ইউনিয়নে ১১৯টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ১২টি ইউনিয়নের মধ্যে মগধরা, বাউরিয়া, সারিকাইত ও হারামিয়া ইউনিয়নে চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। আর মাইটভাঙ্গা, মুছাপুর, আজিমপুর, রহমতপুর, হরিশপুর, গাছুয়া, সন্তোষপুর ও আমানউল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহল চলছে। নির্বাচন উপলক্ষে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনসার মোতায়েন করা হয়েছে।
এদিকে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জহিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সেখানে মেয়র পদে নির্বাচন হচ্ছে না। শুধু কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে ৫১ জন, সংরক্ষিত পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।
কেএম/এনএফ
টাইমলাইন
-
২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:১০
দিঘলিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
-
২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৮
ভোট দিতে পেরে খুশি বৃদ্ধরা
-
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৫
বৃষ্টিভেজা দিনে ছাতা মাথায় ভোটারদের দীর্ঘ লাইন
-
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:২২
যশোরে হাঁটু পানি মাড়িয়ে কেন্দ্রে ভোটাররা
-
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭
বাগেরহাটে নৌকায় ভোট দিতে হুমকি, স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
-
২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯
কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ২
-
২০ সেপ্টেম্বর ২০২১, ১১:২১
বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে বাগেরহাটে ভোটগ্রহণ চলছে
-
২০ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬
নোয়াখালীতে ৫ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
-
২০ সেপ্টেম্বর ২০২১, ১০:১৫
ভোট দিতে পেরেছি, বলছেন ভোটার
-
২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩
নোয়াখালীর ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি
-
২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫১
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছে
-
২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৯
খুলনায় বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে ভোটাররা