ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় বাসস কর্মীর মৃত্যু

রাজধানীর গেণ্ডারিয়ায় দয়াগঞ্জ মোড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী বাসস কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. খালিদ হোসেন (৫৫) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন অপারেটর ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম ঢাকা পোস্টকে জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দয়াগঞ্জ মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িটি ধাক্কা দিলে খালিদ হোসেন ছিটকে রাস্তায় পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক গাড়িটি ট্রাফিক পুলিশের সহযোগিতায় চালকসহ আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ তাদের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
জেইউ/এসআরএস