বাবা-মার পাসপোর্টে সন্তানকে সংযুক্ত করলে ফিরিয়ে দেবে আমিরাত

বাবা-মার পাসপোর্টের সঙ্গে সন্তানকে সংযুক্ত করলে যাত্রীকে পরিবারসহ ফিরিয়ে দেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
বুধবার (২০ জানুয়ারি) আবুধাবি, দুবাই ও শারজাহগামী ফ্লাইট পরিচালনাকারী উড়োজাহাজ সংস্থাগুলোকে এবিষয়ে একটি চিঠি দিয়েছে ইউএই জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ)। বাংলাদেশ থেকে মূলত আবুধাবি, দুবাই ও শারজায় যাত্রী চলাচল করেন।
এয়ারলাইন্সগুলোকে দেওয়া চিঠিতে ইউএই জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কয়েকটি ফ্লাইটের যাত্রীরা বাবা-মায়ের পাসপোর্টের সঙ্গে নবজাতক ও শিশুকে যুক্ত করে ইউএই’র দেশগুলোতে আসছেন। তারা শিশুদের জন্য আলাদা পাসপোর্ট নিচ্ছেন না। এভাবে একই পাসপোর্টে বাবা-মার সঙ্গে সন্তানকে সংযুক্ত করে প্রবেশ করা ইউএই’র বিধিবিধান বহির্ভূত।
অতএব, যাত্রীদের প্রত্যেককে পৃথক পাসপোর্ট নিয়ে ইউএই’তে আসতে হবে। যদি কেউ বাবা-মার সঙ্গে এক পাসপোর্টে সন্তানকে ইউএই আনেন তাহলে তাকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে।
গত ১৬ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য কড়া নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে সংযুক্ত আরব আমিরাতের দেশ দুবাই।
বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন নিয়মে বলা হয়েছে, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী (রেসিডেন্ট) যেসব যাত্রী দুবাই যাবেন তাদের প্লেনে ওঠার ৯৬ ঘণ্টা আগে কোভিড-১৯ পিসিআর টেস্টে নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। সেসব যাত্রীদের দুবাই বিমানবন্দরে নেমে আবারও কোভিড-১৯ পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দুবাইয়ে প্রবেশ করতে হবে। পর্যটকদেরও একই নিয়মভাবে দুইবার পরীক্ষা করাতে হবে।
কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বাহরাইন, কুয়েট, ওমানের মতো গালফ কর্পোরেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলোর যাত্রীদের উদ্দেশ্যে দুবাই জানায়, এই দেশগুলোর নাগরিকরা যদি নিজ নিজ দেশ থেকে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসে তাহলে তাদের নতুন করে দুবাই বিমানবন্দরে পরীক্ষা করা হবে না। তাদের কাছে যদি সার্টিফিকেট না থাকে তবেই কেবল বিমানবন্দরে একবার পরীক্ষা করাতে হবে।
১২ বছরের নিচের শিশু ও অক্ষমদের জন্য কোভিড-১৯ সার্টিফিকেট বাধ্যতামূলক করেনি দুবাই।
গত ৬ জুলাই থেকে রেসিডেন্সি ভিসাধারী ও ৭ জুলাই থেকে বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় দুবাই। প্রথম থেকেই সবার জন্য একবার কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক ছিল। তবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে আসা ব্যক্তিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই নতুন নিয়ম জারি করে। অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল।
এসব দেশের সফর ও পর্যটক ভিসাধারীদের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের জন্য অবশ্যই বৈধ ফিরতি টিকিট রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। কোনো যাত্রীর ফিরতি টিকিট না থাকলে তাকে নিজ দেশে ফেরতও পাঠিয়েছে দুবাই।
এআর/জেডএস