রাজধানীর মোতালিব প্লাজায় আগুন

রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ তলার একটি দোকানে আগুন লাগে বলে জানায় মার্কেট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মোতালিব প্লাজার একটি মোবাইল হার্ডওয়্যারের দোকানে এই আগুন লাগে।
পরে মার্কেট কর্তৃপক্ষ ও দোকানদাররা নিজ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, সকাল ১০টায় ফায়ার সার্ভিসের কাছে মার্কেট থেকে ফোন আসে। ফোন পেয়েই সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই মার্কেটের লোকজন নিজ ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে।
আগুনে হতাহতের কোনও সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।
এআর/ওএফ