মঙ্গলবার টিকা পাবে চট্টগ্রামের সাড়ে ৩ লাখ মানুষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন ও ইউনিয়ন পর্যায়ে ৩২৩টি কেন্দ্রে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। এ দিন সাড়ে তিন লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার ( ২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে ২০০টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। এছাড়া সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের ১২৩টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে আগামীকাল সাড়ে ৩ লাখের উপরে মানুষকে টিকা দেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় ভ্যাকসিন প্রয়োগ করা হবে। নগরীতে হবে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে।
সিভিল সার্জন জানান, চট্টগ্রামের ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে দেড় হাজার জনকে এক ডোজ করে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতি পৌরসভায়ও একটি ওয়ার্ডে দেড় হাজার করে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা আছে। চীনের সিনোফার্মার তৈরি ভ্যাকসিনের প্রথম ডোজ এ দিন শুধুমাত্র নিবন্ধিতদের দেওয়া হবে।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী তার ফেসবুক পেজে বলেন, আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে টিকা দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে ১ হাজার ৫০০ মানুষকে সিনোফার্মার টিকা দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে তিনটি করে কেন্দ্র থাকবে।
তিনি বলেন, কেবল নিবন্ধিত ব্যক্তিরাই টিকা নিতে পারবেন। অনিবন্ধিত ব্যক্তি টিকা গ্রহণ করতে পারবেন না। ইতোপূর্বে টিকার জন্য রেজিস্ট্রেশনকৃত টিকার কার্ড সঙ্গে আনতে হবে। টিকার গ্রহণের জন্য কোন খুদে বার্তা প্রদান করা হবে না।
কেএম/এসকেডি