শেখ হাসিনার স্মার্ট ডিপ্লোম্যাসিতে ভারতের টিকা ঢাকায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ডিপ্লোম্যাসি দিয়ে ভারত থেকে দেশে টিকা এনেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ দেবনাথ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এমন দাবি করেন। পংকজ দেবনাথ বলেন, এক ঘণ্টা আগে দেশে করোনাভাইরাসের টিকা এসে পৌঁছেছে। বিশ্বের অনেক উন্নত দেশ এখনও করোনার টিকা পায়নি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ডিপ্লোম্যাসির কারণে বাংলাদেশের মাটিতে ভারত থেকে টিকা এসেছে। প্রজ্ঞা দিয়ে, বিচক্ষণতা দিয়ে, বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে তিনি এটা সম্ভব করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, করোনার শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি মোকাবিলায় প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। কীভাবে হাঁচি-কাশি দিতে হবে, সেটা তিনি বিজ্ঞাপনের মতো করে বলে দিয়েছেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা প্রসঙ্গে সরকার দলের এ সংসদ সদস্য বলেন, ৭১-এর পরাজিত শক্তি, স্বাধীনতাবিরোধী, ধর্মান্ধ-সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা শুরু করেছে। এখানে ভাস্কর্য ও মূর্তির মধ্যে পার্থক্য নিয়ে বিতর্ক নয়। ভাস্কর্য, মূর্তি, জারি-সারি গান বাংলার ঐতিহ্য। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তাদের বাংলাদেশে আমরা থাকতে দিতে পারি না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার সাহস দেখায় তাদের হাত আমরা গুঁড়িয়ে দেব।
এইউএ/এমএআর