কুড়িগ্রামের ৫৭ শতাংশ মানুষ অসুস্থতায় ভুগছে : গবেষণা

করোনা মহামারীর পরবর্তী সময়ে দেশের কুড়িগ্রাম জেলায় ৫৭ শতাংশ জনগোষ্ঠী অসুস্থতায় ভুগছে বলে একটি গবেষণায় উঠে এসেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রকাশিত ‘এক্সট্রিম প্রভার্টি: দ্যা চ্যালেঞ্জেস অব ইনক্লুশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো জুলফিকার আলী ও বদরুন নেসা আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়, কুড়িগ্রামে ১৬ দশমিক ৭০ শতাংশ পরিবারের প্রধান নারী। যা জাতীয়ভাবে ১২ দশমিক ৫০ শতাংশ। মাধ্যমিক শিক্ষায় গিয়ে ঝরে পড়ে ৫৬ শতাংশ মানুষ। ভূমিহীন অবস্থায় আছে ৬০ শতাংশ মানুষ, যা জাতীয়ভাবে রয়েছে ৮ শতাংশ। দিনমজুর হিসেবে জীবনযাপন করে ৩৭ দশমিক ২ শতাংশ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ধরে গবেষণাটি করা হয়েছে। বর্তমানে মোট জনসংখ্যার মধ্যে এক কোটি ৭০ লাখ লোক অতিদরিদ্র। দেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলো সাধারণত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের তুলনায় ভালো অবস্থানে আছে। পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে মাথাপিছু আয় বন্টনে সামঞ্জস্য রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বিআইডিএস মহাপরিচালক বিনায়েক সেন বলেন, ২০১৬ সালে দারিদ্র্যের হার যা ছিল, ২০২১ এর জানুয়ারিতে একই আছে। ২০১৬ সালে পর দারিদ্র্যের হার কমেছিল। কিন্তু করোনা মহামারির ফলে এটা বেড়ে গিয়েছিল। কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে বর্তমানে দরিদ্র্যের হার ২৫ শতাংশে দাঁড়িয়েছে। গত পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৬ সালে যা ছিল ২০২১ সালের জানুয়ারিতেও একই আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, হোসেন জিল্লুর রহমান, বিনায়েক সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম।
এসআর/এসএম