পতেঙ্গায় নবী হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গার কাঠগড় এলাকায় আবদুল নবী নামে একজনকে খুনের দায়ে দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর দুই আসামিকে যাবজ্জীবন এবং ২ নারীসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় দিয়েছেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন দাশ।
তিনি বলেন, মামলার রায়ে আদালত আসামি বাদশা মিয়া ও মহিউদ্দিনকে মৃত্যুদণ্ড দেন। তারা নগরীর পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকার ইউসুফ বলির বাড়ির মৃত ভোলা মিয়ার ছেলে। এছাড়া আবদুল বারেক ও হুমায়ন কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
চন্দন দাশ আরও বলেন, একই রায়ে আদালত সাদিউল হক এবং খায়রুল আলমকে দণ্ডবিধির ৩২৩ ধারায় তিন বছর, ১৪৮ ধারায় ছয় মাস এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড হয়েছে। জেসমিন আক্তার ও লিপি আক্তারের ৩২৩ ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ মে পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুল নবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ছোটভাই জাহিদুল আলম বাদী হয়ে ২০১৫ সালের ১৮ মে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। ২০০৬ সালের ১৯ মার্চ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
কেএম/এসএম