ফুপাতো বোনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা হামিদা ওয়াদুদ পলি শুক্রবার (১ অক্টোবর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে হামিদা ওয়াদুদ পলির বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক পুত্র, এক কন্যাসহ নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে মারা যান।
শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর সকাল ১০টায় বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে।
এইউএ/ওএফ