দুর্ঘটনারোধে উন্মুক্ত নালায় ছাত্রলীগ-যুবলীগের বাঁশের বেড়া

চট্টগ্রামে হালিশহর থানা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে উন্মুক্ত নালায় বাঁশের বেড়া দেওয়া হয়েছে। শনিবার (২ অক্টোবর) হালিশহর হাউজিং এস্টেট আই ব্লকের উন্মুক্ত একটি ড্রেনে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি ঢাকা পোস্টকে বলেন, হালিশহর আই ব্লকের এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষ যাতায়াত করে। কিন্তু রাস্তার পাশের ড্রেনটিতে কোনো ধরনের স্ল্যাব নেই।
তিনি বলেন, এই রাস্তাটিতে কিশোররাও বিকেলে সাইকেলিং করে। অতি বৃষ্টি কিংবা জোয়ারের পানি রাস্তার উঠলে বোঝার উপায় থাকে না কোনটা নালা কোনটা রাস্তা। অসাবধানতাশত এখানেও ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
ছাত্রলীগের এই নেতা বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে হালিশহর থানা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বাঁশের বেষ্টনি দিয়ে ড্রেনগুলো ঘিরে দেওয়া হয়েছে।

উল্লেখ, সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাদমতলী এলাকায় নালায় পড়ে যান সেহরিন মাহমুদ সাদিয়া নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে রাত ২টা ৫০ মিনিটে তার মরদহে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপরই উন্মুক্ত নালা নিয়ে নগরবাসী বিভিন্ন সমালোচনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগে গত ২৫ আগস্ট ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে মুরাদপুর এলাকায় নালায় পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামে এক সবজি ব্যবসায়ী। যার হদিস এখনো মেলেনি। চলতি বছরের ৩০ জুন ষোলোশহর চশমা হিল এলাকায় খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় খালে পড়ে যায় একটি অটোরিকশা। স্রোত থাকায় খালে তলিয়ে মারা যান চালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।
কেএম/জেডএস