জলবায়ু চুক্তিতে ফেরায় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানায়। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের ২০৫০ সাল নাগাদ দেশটির কার্বন নির্গমনেরে হার জিরোতে নামিয়ে আনার প্রতিশ্রুতির প্রশংসা করে বাংলাদেশ।
বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। ওয়াশিংটনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৮ মিনিটে দেশটির প্রধান বিচারপতি জন রবার্টসন নতুন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়ে দায়িত্বের প্রথম দিনে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়াসহ বেশ কিছু নির্বাহী আদেশে সইয়ের মধ্যদিয়ে নিজের প্রশাসনিক কার্যক্রম শুরু করেন জো বাইডেন।
এর আগে ২০১৭ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক তামপাত্রার বিষয়টিকে উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে নেন। সদ্য ক্ষমতায় আসা বাইডেন তার নির্বাচনী ইশতেহারে যুক্তরাষ্ট্রকে আবারও এ চুক্তিতে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি প্রেসিডেন্সির প্রথম দিনেই আবার বাতিল হওয়া সেই চুক্তিতে ফিরে যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ও ভালনারেবল টুয়েন্টি গ্রুফের (ভিটুজিরো) বর্তমান প্রেসিডেন্ট হিসেবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার ব্যাপারে নেতৃত্ব দিচ্ছে। একইসঙ্গে জাতীয়ভাবে জলবায়ুর ক্ষতিকর প্রভাব কমাতে প্রতিশ্রুত অবদান রাখছে।
বাংলাদেশ আশা করছে, যুক্তরাষ্ট্র বিশ্ব জলবায়ু নির্গমনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিলে কাজ করায় একমত হওয়ার পাশাপাশি সুনির্মল পরিবেশ বির্নিমানে অর্থায়ন করবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে ভারতের টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার সঙ্গে আমাদের আগেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে। সেই সূত্রে আমরা খুবই আনন্দিত। তিনি কালকে দায়িত্ব নিয়েছেন। এর মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে।
বাইডেন ক্ষমতায় আসায় বাংলাদেশ বাড়তি কোনো সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আশা করছি সম্পর্ক আরও বাড়বে।
বাইডেন প্রশাসনের প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার বিষয়টি বাংলাদেশের জন্য সুখবর হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী।
এনআই/এসএম