সমভোট পাওয়ায় ছয় ওয়ার্ডের পুনঃভোট ৭ অক্টোবর

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমান ভোট পাওয়া ছয় ইউপির ছয়টি ওয়ার্ডের পুনঃভোট অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। এই ছয়টি ওয়ার্ডের মধ্যে একটি সংরক্ষিত এবং বাকিগুলো সাধারণ ওয়ার্ড।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
প্রথম ধাপে এসব ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছিল।
যে ৭ জায়গায় পুনঃভোট অনুষ্ঠিত হবে- পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নং সাধারণ ওয়ার্ড, দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নং সাধারণ ওয়ার্ডে, ঝালকাঠি জেলার সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ৭ নং সাধারণ ওয়ার্ডে, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৩ নং সাধারণ ওয়ার্ডে, বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৩ নং সাধারণ ওয়ার্ডে এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ২ নং সংরক্ষিত ওয়ার্ডে পুনঃভোট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হয় ২১ জুন। ২০৪টি ইউপির মধ্যে মাত্র ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি ১৮৪ টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। প্রথমে ইসি ৩৬৭টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনা প্রবণ এলাকা বিবেচনায় ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে।
এসআর/এনএফ