রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকার উলন রোডে নির্মাণাধীন ভবনের দ্বিতীয়তলা থেকে পড়ে শাকিল আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ভবন থেকে পড়ে গুরুতর আহত হয় শাকিল। পরে তাকে উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে ৮টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিলের সহকর্মী রাশিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সে রাজমিস্ত্রীর কাজ করত। এই ভবনটি আটতলা হবে, এখন দ্বিতীয়তলা পর্যন্ত কাজ হয়েছে। সকালে সে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, রামপুরায় ভবন থেকে পড়ে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রামপুরা থানাকে খবর দেওয়া হয়েছে।
এসএএ/জেডএস