শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ওমানের মাসকাট থেকে আসা সারোয়ার উদ্দিন নামের যাত্রীর কাছ থেকে ৬২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার ঊদ্ধার করা হয়। যার ওজন ৭ কেজি ২৯০ গ্রাম। দাম প্রায় ৫ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। শুক্রবার সকাল ১১টায় মাসকাট থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে ৬২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৭ কেজি ২৯০ গ্রাম স্বর্ণ ছিল। যার আনুমানিক বাজার দাম প্রায় ৫ কোটি টাকা।
পাসপোর্ট অনুসারে আটক যাত্রীর নাম সারোয়ার উদ্দিন। তার বাড়ি চট্টগ্রাম জেলায়। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে কাস্টম হাউস কর্তৃপক্ষ জানিয়েছে।
আরএম/এইচকে