শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবি ইনসাবের

আন্তর্জাতিক মানসম্পন্ন কর্মপরিবেশ ও শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। তারা বলছে, নির্মাণ ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের সারা বছর কাজের নিশ্চয়তা নেই, নেই নিয়োগপত্র, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার মতো নেই কোনো কার্যকরী ব্যবস্থা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে ইনসাবের উদ্যোগে সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির সহযোগিতায় আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহামারি করোনার কারণে বিশ্বব্যাপী কর্মহীনতা, মন্দা, বেকারত্ব, উৎপাদনশীলতা হ্রাস শ্রমজীবী মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে। ইতোমধ্যে আমাদের দেশে প্রায় কোটি কোটি শ্রমজীবী মানুষ নতুন করে কর্মহীন হয়ে পড়েছে। বিশ্বব্যাপী ইতোমধ্যে অনেকে মানুষ মৃত্যুবরণ করেছে। মোটাদাগে বিশ্বব্যাপী সাময়িক বিপর্যয়ের মুখোমুখি মানবজাতি। করোনার এ মহা বিপর্যয়ের জন্য ৭ অক্টোবর বিশ্বব্যাপী শোভন কর্মদিবস পালিত হচ্ছে।
বক্তারা বলেন, মূলত কর্মস্থলে নিয়োজিত শ্রমজীবী মানুষের নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা সবধরনের দুর্ঘটনা প্রতিরোধ, পরিবার-পরিজন নিয়ে মানসম্মত জীবন ব্যবস্থার জন্য উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করাই হলো শোভন কাজের মূল প্রতিপাদ্য বিষয়। দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশে শ্রম বৈষম্য, কর্মক্ষেত্রে হয়রানি, অনিয়মিত মজুরি, কর্মক্ষেত্রে নিপীড়ন নির্যাতন, স্বাস্থ্যঝুঁকি সহ নানান সংকটের মধ্যে শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়। এতে করে অনেক শ্রমিক অকালে নানান ধরনের অসুস্থতা ও দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। বিভিন্ন সেক্টরে কর্মস্থলে দুর্ঘটনায় প্রতিনিয়ত শ্রমিকরা নিহত-আহত হচ্ছে।
তারা আরও বলেন, নির্মাণ ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের সারা বছর কাজের নিশ্চয়তা নেই, নেই নিয়োগপত্র, স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলার মতো নেই কোনো কার্যকরী ব্যবস্থা। সর্বোপরি জীবন জীবিকার এক অনিশ্চয়তা নিয়ে দেশে লাখ লাখ নির্মাণ শ্রমিক সারা বছর পরিবার পরিজন নিয়ে অনিরাপদ ও অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে।
এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সম্মিলিত সামাজিক আন্দোলন ও ইনসাবের যৌথ উদ্যোগে ১৬ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ইনসাবের কার্যকরী সভাপতি মিজানুর রহমান বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থতি ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকান্দার আলী মিনা সুমন, ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় দফতর সম্পাদক সাহিদা পারভীন শিখা প্রমুখ।
এএসএস/এসএম