নেপালের লুম্বিনিতে বৌদ্ধ বিহার নির্মাণ করবে বাংলাদেশ

নেপালের লুম্বিনিতে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করবে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ সরকার ও লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্টের (এলডিটি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার (৮ অক্টোবর) নেপালের বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, এলডিটির সদর দফতরে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় বাংলাদেশ সরকার লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্টের বরাদ্দকৃত প্লটে একটি মঠ নির্মাণ করবে।
বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। অন্যদিকে নেপালের পক্ষে লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মেত্তেয় সত্যপুত্তা চুক্তিতে স্বাক্ষর করেন।
এলডিটির প্রকল্প প্রধান সরোজ ভট্টরাই এবং দূতাবাসের প্রথম সচিব মো. আলমগীর ইসলাম খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনআই/এমএইচএস