রাজধানীতে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনিতে যুবক আহত

রাজধানীর মগবাজার বাটার গলি এলাকায় হোটেলে চাঁদা আদায় করতে গিয়ে গণপপিটুনিতে মো. নয়ন (৩০) নামের এক যুবক আহত হয়েছেন।
শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এখানে তার চিকিৎসা চলছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, সকালে মগবাজার বাটা গলির তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চাঁদা আদায়ের জন্য নয়নসহ কয়েকজন যায়। পরে নয়নকে আটক করে গণপিটুনি দেয় হোটেলের লোকজন। এ সময় নয়নের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, জরুরি বিভাগের ৯৮নং ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। সে এখন আমাদের হেফাজতে আছে। সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
এসএএ/ওএফ