শাহবাগে ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীর শাহবাগের হাইকোর্ট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরনে কালো সুয়েটার ও গ্যাবার্ডিন প্যান্ট ছিল।
শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক আরিফ হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। কারণ তার পকেটে ১৬ হাজার টাকা পাওয়া গেছে। ছিনতাইকারী হলে এই টাকা নিয়ে চলে যেত। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, নিহতের বাম পায়ে তিনটি ছুরিকাঘাত ও বাম হাতে আঘাত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এমএসি/ওএফ