নিলাম মূল্যায়ন কমিটিতে বহিঃসদস্য প্রতিনিধি দিলো ঢাকা ওয়াসা

রাজধানীর তেজগাঁও সড়ক ভবনের পুরাতন সেডগুলো সরকারি বিধি মোতাবেক ভেঙে নিলামের মাধ্যমে বিক্রির জন্য মূল্যায়ন কমিটিতে বহিঃসদস্য হিসেবে প্রতিনিধি দিয়েছে ঢাকা ওয়াসা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার (১৮ অক্টোবর) একজন প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়েছে।
অফিস আদেশে সচিব শারমিন হক আমীর উল্লেখ করেছন, তেজগাঁও সড়ক ভবন চত্বরে অস্থায়ীভাবে নির্মিত স্থাপনাসহ অব্যবহৃত, অকেজো স্থাপনা সরকারি বিধি মোতাবেক অপসারণের জন্য নিলাম মূল্যায়ন কমিটিতে বহিঃসদস্য হিসেবে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী আবিদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আবিদ হোসেন বর্তমানে ঢাকা ওয়াসার যাত্রাবাড়ী অফিস, মডস জোন ৭ এর নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে কমিটির মনোনয়ন দেওয়ার বিষয়টি ইতোমধ্যে সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মোহাম্মদ আমানউল্লাহকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
এএসএস/ওএফ