জেলে সম্প্রদায়ের বাড়িতে হামলায় জড়িতদের শাস্তি দাবি

পীরগঞ্জে জেলে সম্প্রদায়ের বাড়িতে হামলা-আগুন-লুটপাটের প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলা সমিতি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নে বড় করিমপুর গ্রামে হিন্দু জেলে সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, আগুন লুটপাটের প্রতিবাদে আজ আমরা একত্রিত হয়েছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

তারা বলেন, এ দেশের মৎসজীবী জেলে সম্প্রদায় বরাবরই নির্যাতিত নিপীড়িত। কখনও সাম্প্রদায়িকতার নামে, কখনও আইন প্রয়োগের নামে আবার কখনওবা মিথ্যা বানোয়াট অভিযোগে জেলে সম্প্রদায়ের ওপর হামলা-মামলা, নির্যাতন -নিপীড়ন চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় রংপুরে এই ন্যাক্কারজনক হামলা হয়েছে।
বক্তারা আরও বলেন, সরকারের কাছে আমরা আহ্বান জানিয়ে বলতে চাই অবিলম্বে রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে জেলেদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পীরগঞ্জের হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে পুনবার্সনের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,কোষাধ্যক্ষ আনন্দ চন্দ্র বর্মণ প্রমুখ।
এএসএস/এনএফ