সিস্টার তেরেসা বাড়ৈকে রেড ক্রিসেন্টের বিশেষ সম্মাননা

করোনাকালীন স্বাস্থ্যসেবায় সম্মুখসারির যোদ্ধা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্সিং সুপারিন্টেনডেন্ট সিস্টার তেরেসা বাড়ৈকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রেড ক্রিসেন্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, বৃহস্পতিবার সোসাইটির জাতীয় সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব।
আব্দুল ওয়াহ্হাব বলেন, বৈশ্বিক মহামারি করোনার এই কঠিন সময় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সম্মিলিতভাবে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে সেবার আওতায় আনতে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।
সোসাইটির ভাইস চেয়ারম্যান নুর-উর রহমান বলেন, জনস্বার্থে কাজ করা মানুষদের কাজের স্বীকৃতি দেওয়া গেলে সমাজের সকল স্তরের মানুষ অনুপ্রাণিত হবে।
রেড ক্রিসেন্ট জানায়, তিন যুগেরও অধিক সময় স্বাস্থ্যসেবায় নিয়োজিত সিস্টার তেরেসা বাড়ৈকে সম্মাননা স্মারক ও নগদ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে। বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় সাধারণের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ায় সিস্টার তেরেসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্যান্য বক্তারা।
এনআই/এসকেডি