মানবাধিকার সংস্থার পরিচয়ে প্রতারণা : অস্ত্রসহ প্রতারক আটক

কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এবং সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহীরুল ইসলাম সিকদার নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাকে আটক করে র্যাব-৪ এর একটি দল। এসময় বিপুল পরিমাণ দেশী ও বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, শনিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এসএসএইচ