শুষ্ক থাকতে পারে রাতের আবহাওয়া

সারা দেশের অধিকাংশ স্থানে আজ রাতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দুই বিভাগের দুয়েক জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২৩ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদফতরের আবহওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে বড় ধরণের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগামী দুই দিনে (৪৮ ঘণ্টা) উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন নেই। আগামী পাঁচ দিনে সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর থেকে বিদায় নিয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
একে/ওএফ