গ্রিসে বাংলাদেশ উৎসব উদযাপন

কূটনীতিক ও বিদেশি বন্ধুদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে বাংলাদেশ উৎসব উদযাপন করা হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) গ্রিসের রাজধানী এথেন্সে দূতাবাস প্রাঙ্গণে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মেদ এ উৎসবের উদ্বোধন করেন।
দূতাবাস জানায়, বাংলাদেশ উৎসব উদযাপনে দুপুর থেকেই দূতাবাস প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশি খাবার ও ঐতিহ্যবাহী পণ্যের পসরা সাজানো হয়েছিল। এথেন্স ও এর নিকটবর্তী বিভিন্ন শহর থেকে আসা অসংখ্য বাংলাদেশি সপরিবারে এ উৎসবে অংশগ্রহণ করেন।
উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন পর্যায়ের কূটনীতিকসহ স্থানীয় গ্রিক বুদ্ধিজীবীরাও অংশগ্রহণ করেন।
দূতাবাস আরও জানায়, বাংলাদেশ উৎসব উপলক্ষে স্থাপিত দূতাবাস স্টলটি জাতির পিতার ছবি, বাংলাদেশের উন্নয়নের চিত্র সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুনে সজ্জিত করা হয়। এতে সরকারের উন্নয়ন কার্যক্রম, প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ সহ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য যোগাযোগ, আইসিটি, টেলিকমিউকেশন, নারীর ক্ষমতায়ন, এমডিজিতে বাংলাদেশের সাফল্য, দারিদ্র্য দূরীকরণের মতো আর্থ-সামাজিক উন্নয়নকে তুলে ধরা হয়।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছে। তিনি প্রবাসীদের এই উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয়ভাবে সামিল হওয়ার আহ্বান জানান।
এনআই/এসকেডি